Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাট পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

লোকাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৬:৪৫

হিলি (দিনাজপুর): সপ্তমধাপে অনুষ্ঠিত জেলার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

মঙ্গলবার (২ নভেম্বর ) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনার কাজ শুরু হয়। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ভোটাররা।

এই পৌরসভা নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী মণ্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও দুই বারের মেয়র আব্দুস সাত্তার মিলন (নারিকেল গাছ),আবুল কালাম আজাদ (জগ),আব্দুল মান্নান (টেলিফোন) ও রানা (রেলইঞ্জিন)।

আজ (মঙ্গলবার) সকালে ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকলেও অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

সারাবাংলা/এনএস

ঘোড়াঘাট পৌরসভা পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর