Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে ধলি বেওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৩:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২১ ১৩:৩১

হিলি: সপ্তমধাপে অনুষ্ঠিত ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে লাঠিতে ভর দিয়ে ছেলের কাঁধে হাত রেখে ভোটকেন্দ্রে এসেছেন ধলি বেওয়া (৯৬)। পৌরসভাটিতে ইভিএমে চলছে ভোটগ্রহণ কার্যক্রম। সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

সরেজমিনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর নির্বাচনে লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা হয় ৯৬ বছর বয়সী ধলি বেওয়ার সঙ্গে। তিনি এক হাতে লাঠিতে ভর দিয়ে অন্য হাত ছেলের কাঁধে রেখে ভোট দিতে এসেছেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে বৃদ্ধা ধলি বেওয়া বলেন, আর কপালে ভোট জুটবে কি না জানি না। এটাই শেষ ভোট হতে পারে। তাই ছেলের কাঁধে হাত রেখে লাঠির ওপর ভর দিয়ে ভোট দিতে এসেছি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার বলেন, কেন্দ্রটিতে এবার ভোটার সংখ্যা ১৯৭৬ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট হয়েছে। লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। কোনো সমস্যা হয়নি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৩৩ জন পুরুষ, ১০ নারী সংরক্ষিত আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ১৯ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সারাবাংলা/এএম

নির্বাচন ভোট কেন্দ্র হিলি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর