Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৩:০৭

ময়মনসিংহ: ত্রিশালের কাজীর শিমলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- জামালপুরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৪)।

ত্রিশাল থানা পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে তাদের মোটরসাইকেলকে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুই ভাই গাজীপুর থেকে গ্রামের বাড়ি জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন। ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন। তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় আসেন। পরে দুই ভাই বাড়ির উদ্দেশে রওনা হন।

ত্রিশাল মডেল থানার ওসি মো মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএম

ডিবিএল সিরামিকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর