Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১৫ স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টারনেট সেবা দেবে বিটিসিএল

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ২১:৩২ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ২৩:২৯

ঢাকা: দেশের ৩১৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ইন্টারনেট সেবা দিতে বিটিসিএলকে আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১ নভেম্বর) রাতে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. রফিকুল মতিন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

ড. রফিকুল মতিন সারাবাংলাকে বলেন, ৩১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টারনেট সেবা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে ৯ জিবিপিএস ব্যান্ডইউথের ব্যবহার বাড়বে।

এদিকে, এক ফেসবুক স্ট্যাটাসে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও এ তথ্য জানিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, আরও একটি সুসংবাদ পেলাম আজ (সোমবার) সন্ধ্যায়। গতকাল ৩১ অক্টোবর বাংলালিংকের সঙ্গে বিটিসিএলের সমঝোতা স্মারক সই হলো। আজই বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন সুখবরটি দিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ৩১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে ৩০ এমবিপিএস গতিসম্পন্ন দ্রুত গতির ডিজিটাল সংযোগ দিতে আদেশ দিয়েছে।

মন্ত্রী লিখেছেন, এখনই বিটিসিএল ৪৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ ব্যবহার করছে। প্রতিদিন সেটি বাড়ছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইন্টারনেট সেবা বিটিসিএল স্বাস্থ্য কমপ্লেক্সে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর