ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ ২ নভেম্বর
ঢাবি করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৮:৫৭ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৯:০৩
১ নভেম্বর ২০২১ ১৮:৫৭ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৯:০৩
ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে মঙ্গলবার (২ অক্টোবর)। এদিন দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল প্রকাশ করা হবে।
এর আগে, গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেন। আসনপ্রতি লড়েছেন ২০ জন শিক্ষার্থী।
সারাবাংলা/আরআইআর/পিটিএম