Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন শেরীফা কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৭:২৭ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৮:০৯

শেরীফা কাদেরকে শপথ পড়াচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির শেরীফা কাদের। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং স্ত্রী। মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের ৩৪৫ তথা ৪৫ নম্বর সংরক্ষিত নারী আসনটি শূন্য হলে জাতীয় পার্টির মনোনয়ননে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেরীফা কাদের।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন নতুন এমপি শেরীফা কাদের।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সদস্য সচিব মো. জাহিদ হাসান, জাতীয় ছাত্র সমাজ নেতা অর্ণব চৌধুরি,  জুবায়ের আহমেদ, সামিউল সোহাগ, জাতীয় সাংস্কৃতিক পার্টির চম্পা মন্ডল ও নাহার ইতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত নারী আসন ৪৫-এর সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০)। গত ১৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক।

জাতীয় পার্টির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের। তিনি জাতীয় পার্টি লালমনিরহাট জেলা কমিটিরও সভাপতি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ তার জীবদ্দশায় শেরীফাকে দলের ভাইস চেয়ারম্যান পদ দিয়েছিলেন। পরে তিনি জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

শপথ শেরীফা কাদের সংরক্ষিত নারী আসন সংরক্ষিত নারী এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর