Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-কমার্স: গ্রাহকের আটকা টাকা ফেরতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৪:৪৬

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠানে পেমেন্ট করে অর্ডার দেওয়ার পরও পণ্য না দিয়ে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের অর্থ ফেরত (রিফান্ড) দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এম. আব্দুল কাইয়ুম এবং সাবরিনা জেরিন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী সাবরিনা জেরিন বলেন, গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত (রিফান্ড) দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২১ অক্টোবর বেসরকারি সংগঠন সিসিএসের পক্ষে এ রিট করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও’র পরিচালক, বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট গেটওয়ে এসএসএল ওয়্যারলেস, ফোস্টার পে এবং সূর্য পে নামক প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

ই-কমার্স প্রতিষ্ঠান রুল জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর