Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ জরুরি বিভাগে ২৪ ঘণ্টাই মিলবে স্বাস্থ্যসেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৪:০৭ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৪:২৩

ঢাকা: দীর্ঘ অপেক্ষার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উদ্বোধন করা হয়েছে সাধারণ জরুরি বিভাগ। এখন ২৪ ঘণ্টাই জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা পাওয়া যাবে।

সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএসএমএমইউ’র কেবিন ব্লকে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, এ প্রতিষ্ঠানে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা বহুল আকাঙ্খিত একটি বিষয় ছিল। আরও আগেই এটি শুরু হওয়ার কথা। কিন্তু, করোনা সংক্রমণের কারণে সম্ভব হয়নি।

জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের উদ্বোধনের ফলে এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসা সেবার দ্বার আরও প্রসারিত হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।

প্রসঙ্গত, এই পূর্ণাঙ্গ ইমারজেন্সি ইউনিটে যে কোনো রোগের জরুরি চিকিৎসা সেবা মিলবে ২৪ ঘণ্টা। এক ছাদের নিচে থাকবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও। বঙ্গবন্ধু মেডিকেলের আউটডোরে প্রতিদিন সেবা নেন আট হাজারের বেশি রোগী। হাসপাতালে বেডের সংখ্যা দুই হাজার। চালু আছে ৫৬টি বিভাগ।

বিজ্ঞাপন

এই বিশেষায়িত প্রতিষ্ঠানে জরুরি বিভাগ চালুর ঘোষণা দেয়া হয় কয়েক বছর আগে। সম্প্রতি চালু হয়েছে অর্থপেডিক, প্রসূতিসহ ৭ বিভাগ। এবার ৫৬ বিভাগ নিয়ে পূর্ণাঙ্গ ইমারজেন্সি ইউনিট চালু হলো বঙ্গবন্ধু মেডিকেলে। স্ট্রোকের রোগীদের জন্য এখানে থাকবে বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচ তলায় করা হয়েছে ইমারজেন্সি ইউনিট। ইসিজি, এক্সরে, এমআরআইসহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা যাবে এখানে। এখানে রয়েছে দুটি অপারেশন থিয়েটার।

জরুরি বিভাগে থাকছে ১০০ শয্যা। পরে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সারাবাংলা/এসবি/একেএম

জরুরি বিভাগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর