Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১২:৪৩

বৈদ্যুতিক ট্রান্সফরমার, ছবি: সারাবাংলা

জয়পুরহাট: জেলার কালাই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে কৃষকদের আগাম জাতের আলু চাষের শুরুতে জমির সেচের জন্য ব্যবহৃত প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্নত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের মৃত মকবুল ফকিরের ছেলে সাজুর ৩টি, একই ইউনিয়নের নান্দাইল দিঘীর মৃত আসাদ আলী তালুকদারের ছেলে আমজাদ হোসেনের ২টি, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আলহাজ্ব দরির উদ্দিন সরকারের ছেলে আব্দুর রাজ্জাকের ৩টি, মোলামগাড়ীহাটের মৃত আছির উদ্দিনের ছেলে মুজিবর রহমানের ৩টি, মৃত হায়দার আলীর ছেলে নজরুল ইসলামের ২টিসহ প্রায় ১৬টি ট্রান্সফরমার রাতের আঁধারে চুরি করা হয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।

বিজ্ঞাপন

কালাই পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজি এম গোবিন্দ চন্দ্র দাস জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে, সেসব কৃষকদের ট্রান্সফরমার পাহাড়া দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে চোরচক্র অচিরেই ধরা পড়বে।

সারাবাংলা/এনএস

জয়পুরহাট বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর