Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালি: বিচারপতি মানিকের বক্তব্য প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ২২:৫৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২৩:৪০

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দেওয়া অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহারের করার জন্য তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বিচারপতি মানিক নিরপেক্ষ নন দাবি করে তাকে দিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে না বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে ইভ্যালি কোম্পানির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আহসান হাবিব।

বিজ্ঞাপন

নোটিশ পাঠানোর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী আহসান হাবিব বলেন, ইভ্যালি নিয়ে বিচারপতি মানিকের অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইভ্যালির বিষয়ে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সেই কাজ না করে বিভিন্ন জায়গায় অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এজন্য আমরা তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছি।

নোটিশে বলা হয়েছে, যে আস্থা নিয়ে হাইকোর্ট আপনাকে ইভ্যালির দায়িত্ব দিয়েছিলেন, আপনি স্পষ্টতই সেই আস্থা ও বিশ্বাসকে অবমূল্যায়ন করেছেন। এছাড়া আপনি এখতিয়ারবহির্ভূত অসত্য, মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়ে চলেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন সাবেক বিচারপতি হিসেবে আপনার ওপর জনমানুষের প্রত্যাশাও ব্যাপক। ফলে আপনার এই ধরনের অসত্য, মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। এ জন্য অনেকেই আপনার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং এখনো করছেন।

নোটিশে আরও বলা হয়েছে, আইনি বিজ্ঞপ্তির মাধ্যমে আমি আমার মক্কেলদের মাধ্যমে নির্দেশিত হয়ে আপনাকে অনুরোধ করছি যে আপনি ইভ্যালি, ইভ্যালির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে নেবেন। আগামী সাত দিনের মধ্যে ওই বক্তব্য প্রকাশ্যে লিখিতভাবে প্রত্যাহার করার আহ্বান জানানো হয় ওই আইনি নোটিশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/টিআর

আইনি নোটিশ ইভ্যালি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি শামসুদ্দিন মানিক