Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মাসউদুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৯:২৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৪০

ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাতির জিম্মা নিয়ে দায়ের করা মামলার সংবাদ প্রকাশের জের ধরে চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

রোববার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

বিজ্ঞাপন

মানববন্ধনে মাশহুদুল হক বলেন, গত এক যুগ ধরে দেশের উন্নয়নের পরিকল্পনায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর অনেক সুনাম রয়েছে। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তার ছেলের করা এই মানহানির মামলা প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছে। আমরা সাত দিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে গেলে প্রতিমন্ত্রীর সুনাম আরও ক্ষুণ্ন হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহসভাপতি ওসমান গণি বাবুল, সাবেক সহসভাপতি আজমল হক হেলাল, জার্মান নিউজ এজেন্সি ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, এলআরএফের সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, সদস্য শংকর মৈত্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন, মঈন উদ্দিন খান, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহসভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল হাসান (হাসান জাবেদ), যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

পরিকল্পনা প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ছেলে মুশফেক বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেছিলেন মুশফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। মামলায় মাকে দেখতে না দিয়ে ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়।

হাইকোর্টে করা এই রিভিশন মামলা নিয়ে গত শুক্রবার চ্যানেল ২৪-এর সাংবাদিক মাসউদুর রহমান প্রতিবেদন করেন। এতে ক্ষুব্ধ হয়ে চ্যানেল ২৪, চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচ জনের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন মুশফেক আলম সৈকত। মামলাটি নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

সারাবাংলা/কেআইএফ/টিআর

চ্যানেল ২৪ প্রতিমন্ত্রীর ছেলের মামলা মানহানির মামলা ল রিপোর্টার্স ফোরাম সাংবাদিক মাসউদুর রহমান