Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নেই অর্জন হবে এসডিজি’

ঢাবি করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ২০:৪৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:১১

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের উপায় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যত বাস্তবায়ন হবে, তত এসডিজিও অর্জন হবে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৬ হাজার লোকের মতামত নেওয়া হয়েছে। যাদের মতামত নেওয়া হয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পলিসি মেকারসহ বিভিন্ন শীর্ষ স্থানীয় ব্যক্তি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। ভারত বা শ্রীলঙ্কার লোকজন আমাদের দেশ থেকে প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা নিয়ে যায়। আমরা আমাদের মানবসম্পদ তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যে আমরা শিক্ষা ও জ্ঞানে আন্তর্জাতিক নাগরিক হব।’

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এসডিজির সবক’টি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অবদান রাখতে সক্ষম। যে তিনটি মূল বিষয়কে কেন্দ্র ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, সবক’টি বিষয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডিসিপ্লিনে আছে। এসডিজি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে এডুকেশন, রিসার্চ, গভর্ন্যান্স, লিডারশিপ ডেভেলপমেন্ট ও এক্সটার্নাল লিডারশিপ।’

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যরা।

সারাবাংলা/আরআইআর/টিআর

এসডিজি ড. শামসুল আলম ঢাবি সিনেট ভবন পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর