Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্যকর বন্ড মার্কেট প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ২১:০৭

ঢাকা: ‘টেকসই অবকাঠমো উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা প্রয়োজন, তা নিশ্চিত করতে বন্ড মার্কেটের বিকল্প নেই। এজন্য দেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালু করা প্রয়োজন। ব্যাংক খাতে পড়ে থাকা অলস টাকা বন্ডে স্থানান্তরিত করতে পারলে দেশের অর্থনীতি উপকৃত হবে।’

রোববার (৩১ অক্টোবর) ‘দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি পূরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০২১’ এ এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সেমিনারে স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের অবকাঠমোখাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। অবকাঠামো খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা নিশ্চিতকল্পে বেসরকরিখাতকে সম্পৃক্ত করা প্রয়োজন।’

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘সরকার দেশের বেসরকারিখাতের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দিচ্ছে। সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জ্বালানী, বিদ্যুৎ, টেলিভিশন, মোবাইল, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতি খাতে বেসরকারি বিনিয়োগের জন্য সুযোগ উন্মুক্ত করেছে।’

বিজ্ঞাপন

দেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালুর ওপর জোর দেন সালফান এফ রহমান। তিনি বলেন, ‘এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। বর্তমানে আমাদের ব্যাংকসমূহে প্রচুর অলস টাকা রয়েছে, যদি আমরা এ ধরনের অলস টাকা বন্ডে স্থানান্তরিত করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি সত্যিকার অর্থে উপকৃত হবে।’

বিশেষ অতিথি’র বক্তব্যে মো. নজিবুর রহমান বলেন, ‘সরকার আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে আমরা অবকাঠামোখাতে উল্লেখজনক অগ্রগতি পরিলক্ষিত হবে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা।’

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী নেতারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

ঋণ সহায়তা বন্ড মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর