Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যর্থ বিআইডব্লিউটিএ, ২ কোটি টাকায় আমানত শাহকে তুলবে ‘জেনুইন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৮:৫৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৫৭

একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ, ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: পদ্মায় অর্ধ ডুবন্ত আমানত শাহকে উদ্ধার করবে প্রাইভেট কোম্পানি ‘জেনুইন এন্টারপ্রাইজ’। সরকারের উদ্ধারকারী জাহাজগুলোর সক্ষমতা না থাকায় অবশেষে ফেরিডুবির ৫ দিন পর এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ব্যয় হবে দুই কোটি টাকারও বেশি।

ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজের প্রধান সমন্বয়ক বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান জানান, সরকারের উদ্ধারকারী জলযান দিয়ে পাটুরিয়ায় অর্ধ ডুবন্ত আমানত শাহকে তোলা সম্ভব না। এ কারণে চট্টগ্রামের জেনুইন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান দিয়ে সরকার নিয়ন্ত্রিত আমানত শাহ ফেরিটি তোলার চুক্তি হয়েছে। ওই কোম্পানির পৃথক ছয়টি উইনস্ বার্জ ফেরিটি উদ্ধার কাজ করবে।

বিজ্ঞাপন

৪২ বছরের ফেরি আমানত শাহ ছিল ফিটনেসবিহীন

 

আগামীকাল সোমবার থেকে অর্ধ ডুবন্ত আমানত শাহ উদ্ধারের প্রাথমিক কাজ শুরু হবে। ইতিমধ্যে ওই প্রাইভেট কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মো. ফজলুল রহমান। তিনি জানান, রোববার দুপুরে নৌ মন্ত্রণালয় থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌ-মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ফেরি উদ্ধারের যাবতীয় ব্যয় বহন করবে বিআইডব্লিউটিএ।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফেরি উদ্ধারের। আর উদ্ধার কাজে চুক্তি হয়েছে চট্টগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে।

নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফেরিটি উদ্ধারে চট্রগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইসের মালিক বদিউল আলমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটের কাছে অর্ধডুবন্ত ফেরি উদ্ধারে কাজ করবে বেসরকারি এই প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আমানত শাহ জেনুইন ফেরি ডুবি বিআইডব্লিউটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর