Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৮:১৫

নোয়াখালী: কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড থেকে ৪ নম্বর ওয়ার্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পাশের কবিরহাট উপজেলায় যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ পরিদর্শক।

সারাবাংলা/এমও

অটোরিকশা কাভার্ড ভ্যান নিহত ২ নোয়াখালী

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর