Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকছড়ি থলিপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৮:০০

খাগড়াছড়ি: ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থলিপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, চীবর দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডসহ নানাবিধ দান করা হয়।

চৌংগড়াছড়ি গৌতম বুদ্ধ বিহার অধ্যক্ষ আভিঞানা মহাথেরো সভাপত্বিতে ও ভন্দন্ত ক্ষেমাসারা থের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্ত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী ।

অনুষ্ঠানে দেশ জাতি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

সারাবাংলা/এমও

খাগড়াছড়ি চীবর দান ধর্মসুখ বৌদ্ধ বিহার মানিকছড়ি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর