Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নথি গায়েব: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ কর্মী সিআইডি কার্যালয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৪:২৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৫:৩৬

ঢাকা: নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকালে তাদের সিআইডিতে ডেকে নেওয়া হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) আজাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকেছি। আটক বা গ্রেফতার কিছুই নয়। ঘটনা সম্পর্কে জানা হচ্ছে। যেহেতু মামলা হয়নি তাই এখনই কোনো কিছু করা হচ্ছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি নথি গায়েব, থানায় জিডি

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে মর্মে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। থেকে ওই জিডি করা হয়।

পরে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। আগামীকাল রোববার থেকে তদন্ত কাজ শুরু হবে।

জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।

সারাবাংলা/ইউজে/এএম

নথি গায়েব স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর