Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২১ ১২:১৫

ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়, ছবি: আলজাজিরা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে একটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে ঘটনাটি হামলা কি না তা পরিষ্কার নয়। খবর আলজাজিরা।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার (৩০ অক্টোবর) বিমানবন্দরের বাইরের গেটে একটি ছোট ট্রাক এই বিস্ফোরণ ঘটায়। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই ট্রাকে করে পেট্রোলিয়াম পণ্য বহন করা হচ্ছিল। বিস্ফোরণটি অনেক শক্তিশালী ছিল, যার শব্দ শহর জুড়ে শোনা গিয়েছিল। এ সময় আশেপাশের বাসিন্দাদের জানালা ভেঙে যায়।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এডেন বিমানবন্দরের কাছে ঘটা বিস্ফোরণে ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়াও আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী বাড়ি হলো এডেন। যারা সৌদি আরব সমর্থিত জোটের অংশ হিসেবে ছয় বছরেরও বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে।

সারাবাংলা/এনএস

ইয়েমেন বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর