ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ২২:০৬
৩০ অক্টোবর ২০২১ ২২:০৬
চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের এই দুর্ঘটনা ঘটে। রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সূত্র এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪২) এবং নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আরানগর গ্রামের কেতাব উদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪৫)।
রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানিয়েছে, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্রা বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে এক নারীসহ দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এনএস