আমরা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি: শিল্পমন্ত্রী
৩০ অক্টোবর ২০২১ ২০:১০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ২০:১৩
নরসিংদী: শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। একইসঙ্গে তরুণ প্রজন্মকে মাদকসহ নানা প্রকার অপশক্তি থেকে রক্ষা করার কথাও বলেন তিনি।
নরসিংদীর মনোহরদীর খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও অনন্য শিক্ষানুরাগী ‘এ.এম. আনোয়ার হোসেন’র ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে খিদিরপুর কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, ‘একটি জাতিকে উন্নত করতে হলে, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। সঠিক শিক্ষাই পারবে নতুন প্রজন্মকে মাদকসহ নানা প্রকার অপশক্তির করাল গ্রাস থেকে রক্ষা করতে। আমাদের শিক্ষা ব্যবস্থায় অভুতপূর্ব অগ্রগতির জন্যই আজ আমরা বিশ্বের সঙ্গে তালমিলিয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের ধারাকে ব্যহত করার জন্য একটি কুচক্রীমহল সবসময় চেষ্টায় রয়েছে। একটি সাম্প্রদায়িক অপশক্তি আমাদের সম্প্রীতির বন্ধনকে ক্ষুণ্ন করার পায়তারা করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে কোনো প্রকার অপশক্তিই আমাদের সম্প্রীতিকে বিনষ্ট করতে পারবে না। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক সরকার। বাংলাদেশে কোনো প্রকার সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই হবে না।’
এ সময় খিদিরপুর কলেজের অধক্ষ্য (ভারপ্রাপ্ত) ফারুকুজ্জামান, কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দাস, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রমিজ উদ্দিন, সহ-সভাপতি মেঘনাথ দাস, খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জামিল, মরহুম এ. এম. আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আহাসিনা জেরিন, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্রসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস
উন্নত রাষ্ট্র শিক্ষা ব্যবস্থায় অগ্রগতি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন