জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ
৩০ অক্টোবর ২০২১ ১৮:৪৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৮:৪৬
ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানা গেছে। বর্তমানে তিনি কারও ডাকে সাড়া দিচ্ছেন না। শনিবার (৩০ অক্টোবর) জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রওশন এরশাদকে দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি রওশন এরশাদকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। এদিকে জিএম কাদের দলের একাধিক প্রেসিডিয়াম সদস্যকে জানিয়েছেন, বেগম রওশন এরশাদ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দোয়া অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ নিস্তেজ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা পরামর্শ দিলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।’
সর্বশেষ গত ২৩ অক্টোবর রওশন এরশাদেরকে সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় রওশন পুত্র সাদ এরশাদ এমপি সারাবাংলাকে বলেছিলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। একদিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম