Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৮:২১

আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছবি: সারাবাংলা

পটুয়াখালী: জেলা সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে লোহালিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে তার ৯ জন কর্মী-সমর্থকও আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ছোট ভাই পৌর শহরের কাউন্সিলর লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আহত জুয়েল মৃধা আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে লোহালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, পটুয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লোহালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকদের কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লোহালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রর্থীর ছোট ভাই পৌর শহরের কাউন্সিলর লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে থানা এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা। একইসঙ্গে গতকাল রাতে মরিচবুনিয়া ইউনিয়নের আনাসর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান টিটুর নির্বাচনী অফিস ক্যাম্পও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ তথ্য নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এনএস

ইউপি নির্বাচন কুপিয়ে জখম পটুয়াখালী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর