২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ২০০ এর নিচে
৩০ অক্টোবর ২০২১ ১৭:১১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৭:১২
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তবে শনাক্ত রোগীর সংখ্যা কমে ২০০ এর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনও ছিল ৭ জন। এ ছাড়া একই সময়ে ১৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ৩০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও কমেছে। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৬টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৩ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। নতুন ও পুরনো নমুনা মিলে এ দিন পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২৪০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ১৫ হাজার ১৭৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ১৭ হাজার ৪৬৫টি।
২৪ ঘণ্টায় বেড়েছে কমেছে সংক্রমণ ও শনাক্তের হার
আগের দিন দেশে ৩০৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনের শরীরে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৭১ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ, যা আগের দিন ছিল ১৫ দশমিক ২১ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে
আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ৭ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৮ জন। সে হিসাবে একদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৮৬২ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৪০ জন, নারী ১০ হাজার ২২ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০৩ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৭ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী রয়েছেন তিনজন। দেশে ৬১ থেকে ৭০ বছর বয়সী সবচেয়ে বেশি রোগী মারা গেছেন, যার সংখ্যা ৮ হাজার ৬৫২ জন। এ ছাড়া ১০০ বছরের ঊর্ধ্ববয়সী ৩৪ জন রয়েছেন। মৃত ৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা যান ৭ জন এবং বেসরকারি হাসপাতালে মারা যান একজন।
৪ বিভাগে মৃত্যু নেই
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন ঢাকা বিভাগে। দুইজন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু নেই।
সারাবাংলা/একে