Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাসে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির সহযোগিতা চায় ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৬:৩৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ভেতর ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

গত ২২ অক্টোবর চিঠি পাঠানো হয় বলে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী নিজে সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্যাম্পাস অনেকদিন ফাঁকা ছিল। এখন শিক্ষার্থীরা আবার ফিরে এসেছে। তাদের নিরাপদে চলাচলের স্বার্থে ক্যাম্পাসের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে।’

সারাবাংলা//আরআইআর/আইই

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর