মন্টু গ্রুপের কাউন্সিল ৩ ডিসেম্বর, পরদিন কামালের বিশেষ কাউন্সিল
৩০ অক্টোবর ২০২১ ১৩:২৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৩:২৫
ঢাকা: রাজনৈতিক দল গণফোরামের দুটি অংশ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে। মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। এর পরদিন বিশেষ কাউন্সিল করবে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন অংশটি। ড. কামালের বিশেষ কাউন্সিলে মন্টু গ্রুপের কাউকে আমন্ত্রণ জানানো না হলেও তারা স্বেচ্ছায় সেখানে উপস্থিত থাকবে বলে সূত্র জানিয়েছে।
মন্টু গ্রুপের কাউন্সিলের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ওই অংশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আবু সাঈদ।
তিনি জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। মোস্তফা মহসীন মন্টু এই অংশের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক।
এদিকে ৪ ডিসেম্বর বিশেষ কাউন্সিল করবে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন অংশটি। তবে বিশেষ কাউন্সিলের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের একজন শীর্ষ নেতা বিশেষ কাউন্সিলের এই তথ্য সারাবাংলাকে জানিয়েছেন।
সারাবাংলা/এএইচএইচ/একে