Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাখোঁর মান ভাঙাতে তৎপর বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২১ ১৩:১২

বৈঠকে ২ প্রেসিডেন্ট | বিবিসি

আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তির (অকাস) কারণে আর্থিক ক্ষতির শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মান ভাঙানোর প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৯ অক্টোবর) ইতালির রোমের ফরাসি দূতাবাসে দুই প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অকাস চুক্তির ব্যাপারে ম্যাখোঁকে বাইডেন বলেন, এই চুক্তি করতে গিয়ে যুক্তরাষ্ট্র আনাড়ির পরিচয় দিয়েছে।

বিবিসি জানায়, অকাস চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে বিরোধের পর ম্যাখোঁর সঙ্গে বাইডেনের এই প্রথম মুখোমুখি বৈঠক। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের প্রাক্কালে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় বাইডেন ম্যাখোঁর সঙ্গে তিনি এ বৈঠক করলেন।

সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের হুমকি মোকাবিলার লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে অকাস নামের ত্রিপক্ষীয় জোট গড়ার ঘোষণা আসে। ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে আমেরিকা এবং ব্রিটেনের। আর তা নিয়েই ক্ষুব্ধ ফ্রান্স।

এর আগে, ২০১৬ সালে ১২টি সাবমেরিন পেতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। অকাস চুক্তির পর সেই সাবমেরিন চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স।

বৈঠকে বাইডেন বলেন, অকাস চুক্তিতে বিচক্ষণতার অভাব ছিল। এ কথার মধ্য দিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির গোমড় ফাঁস করে দিয়ে ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উপস্থাপনের জোর চেষ্টা চালাচ্ছেন বাইডেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, একসঙ্গে বসার পর পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে। ভবিষ্যতে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় তা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/একেএম

ইমানুয়েল ম্যাঁখো জো বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর