পরিবেশ ধ্বংসে অর্থায়ন বন্ধের আহ্বান গ্রেটার
৩০ অক্টোবর ২০২১ ০৯:২৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১১:২২
জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে (কপ-২৬) সামনে রেখে পরিবেশ ধ্বংসে অর্থায়ন বন্ধ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবারি।
জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পতে অর্থায়ন বন্ধের দাবিতে এক বিক্ষোভে সামিল হতে লন্ডনে অবস্থান করছেন গ্রেটা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র অ্যান্ড্রু মার শোতে অংশ নিয়ে গ্রেটা বলেছেন, রাজনীতিবিদদের ওপর চাপ অব্যাহত থাকলে জলবায়ু সম্মেলন থেকেই পরিবর্তন শুরু হওয়া সম্ভব।
এদিকে, রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হচ্ছে কপ-২৬ সম্মেলন। বিশ্ব নেতাদের সেখানে সমবেত হওয়ার মধ্যেই পরিবেশ আন্দোলনের কর্মীরা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন।
এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং নাইরোবিসহ বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর সামনে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভ থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা কয়লা, গ্যাস এবং তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বন্ধে ব্যাংকগুলোকে আহ্বান জানাচ্ছে।
অন্যদিকে, কপ-২৬ সম্মেলনের সময়ে বিক্ষোভে অংশ নিতে গ্লাসগো সফরে যাওয়ার বিষয়টি চলতি সপ্তাহেই নিশ্চিত করেছিলেন গ্রেটা।
তবে, সম্মেলনে তাকে বক্তব্য রাখতে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গ্রেটা জানান, তিনি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি।
সারাবাংলা/একেএম