Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ২৩:১১

রাঙ্গামাটি: জেলা শহরের রাজবাড়ী এলাকায় পূর্ণিমা চাকমা (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে।

মৃত পূর্ণিমা চাকমা জেলার জুরাছড়ি উপজেলার চার নম্বর দুমদুম্যা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে বলে জানা গেছে। তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে প্রতিবেশিরা পূর্ণিমা চাকমাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, কলেজছাত্রীর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করছেন ব্যক্তিগত ঝামেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, মৃত পূর্ণিমা চাকমার সহপাঠীদের কয়েকজন জানিয়েছে, জুরাছড়ির মেয়ে হলেও পূর্ণিমা চাকমা পড়াশোনার সুবাদে রাঙ্গামাটি জেলা শহরে বসবাস করতেন। সম্প্রতি বাসা বদল করার ব্যাপারে তিনি তাদের সঙ্গে কথা বলেছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হলো এ নিয়ে কেউ কিছু জানাতে পারেননি।

সারাবাংলা/একেএম

কলেজছাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর