Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগত নই, যে কোনো জায়গায় যেতে পারি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২১ ২২:৫৫

ভারতের সৈকত রাজ্য গোয়ায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি বলেছেন, তিনি বহিরাগত নন। তিনি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে। গোটা ভারতেরই মেয়ে তিনি।

শুক্রবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকেও মমতা বলেছিলেন, ‘আমি বহিরাগত নই। আমি বাংলার মেয়ে, ভারতের মেয়ে। বাংলার মতো গোয়াও আমার মাতৃভূমি।’

এরপরই বাংলার মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন বিজেপির সর্বভারতীয় তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য।

এক টুইটার বার্তায় তিনি বলেন, গোয়ায় মমতা বহিরাগত। পশ্চিমবঙ্গেও বিভাজনমূলক প্রচার চালিয়েও নিজেকে ধর্মনিরেপক্ষ দাবি করেছেন তিনি। সে সময় বিজেপি কর্মীদের খুন-ধর্ষণ করেছিল তাঁর দলের মুসলিম কর্মীরা। তখন তিনি কোনো কথা বলেননি। তার হাতে রক্ত লেগে আছে।

সন্ধ্যায় গোয়ার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, ‘আমি আপনাদের বোনের মতো। বাংলাও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি।’

তিনি আরও বলেন, ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু, যেতে পারছেন না আসাম, উত্তর প্রদেশে। গোয়ায় তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ত্রিপুরায় তো মারধর চলছেই।

বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে মমতা বললেন, বিজেপি মানুষের মনে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল বিভাজনের রাজনীতি করে না, প্রশ্রয়ও দেয় না। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করবে তার দল।

প্রসঙ্গত, গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রধানের এই সফর।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

গোয়ায় বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর