Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৫ বছর ডব্লিউএইচও’র দায়িত্বে টেড্রোস

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২১ ২২:২৪

আরও পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন টেড্রোস আধানম গেব্রেইসাস।

শুক্রবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, মহাপরিচালক পদে ২৮ দেশের মনোনীত একমাত্র প্রার্থী টেড্রোস। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

আনুষ্ঠানিক মনোনয়ন তালিকায় দেখা গেছে, টেড্রোস ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদের মধ্যে ফ্রান্স ও জার্মানি এবং কেনিয়া, রুয়ান্ডাসহ আফ্রিকার তিনটি দেশের সমর্থন পেয়েছেন।

তবে, তাকে সমর্থন করেনি যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, প্রথম আফ্রিকান হিসেবে ২০১৭ সালের মে মাসে ডব্লিউএইচও’র মহাপরিচালক নির্বাচিত হন ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী টেড্রোস আধানম গেব্রেইসাস।

সারাবাংলা/একেএম

টেড্রোস আধানম গেব্রেইসাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর