অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হলেন অধ্যাপক আলমগীর
২৯ অক্টোবর ২০২১ ১৮:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৯:০৫
ঢাকা: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি আগামী দুই বছর অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৬(৩)(ক) ধারা অনুযায়ী ইউজিসি কর্তৃক কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক আলমগীর ২০১৯ সালে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি দুই মেয়াদে কুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আলমগীর ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের’ দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
সারাবাংলা/টিএস/টিআর
অধ্যাপক আলমগীর অ্যাক্রেডিটেশন কাউন্সিল ইউজিসি সদস্য খণ্ডকালীন সদস্য