২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ১৬:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৭:২৬
২৯ অক্টোবর ২০২১ ১৬:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৭:২৬
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও এক জন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন জেলার বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন। আরেকজন একই উপজেলার ঢেকনাপাড়া গ্রামের অধিবাসী। তার নাম-পরিচয়ের বিস্তারিত তথ্য জানা যায়নি।
ওসি তানভিরুল ইসলাম জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর