Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ১২:০৯

সিরাজগঞ্জ: বেলকুচিতে নিজেদের শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ষোষ মিস্টির দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মিস্টির দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের বার বার ডাকলেও কোন সাড়া পাওয়া না গেলে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচরের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এসএসএ

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর