Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনে ৫০টি গাছ রোপণের শর্তে জামিন পেলেন সিদ্দিকুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২১ ০৯:১৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগের মামলার আসামি মো. সিদ্দিকুর রহমানকে ৫০টি গাছ রোপণের শর্তে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বনের যেসব স্থান থেকে তিনি গাছ কেটেছেন সেসব স্থানে তাকে ৫০টি গাছ রোপণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী আব্দুল মোতালেব।

পরে আইনজীবী আব্দুল মোতালেব জানান, বনবিভাগের গাছ কাটার অভিযোগে গত ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো.সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত তাকে যেসব স্থান থেকে গাছ কেটেছেন সেসব স্থানে ৫০টি গাছ লাগানোর শর্তে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বলেন, বন বিভাগের গাছ কাটা সংক্রান্ত মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামি জামিন পেয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর