চবি’র বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৯ শতাংশ
২৮ অক্টোবর ২০২১ ১৭:০৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৭:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৫২৫ জন অংশ নিয়েছেন। যা শতকরা ৬৯ দশমিক ২০ শতাংশ ।
বুধবার (২৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মহীবুল আজিজ বলেন, ‘এই ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৫২৫ জন। শতকরা ৬৯.২০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪২ জন। যা শতকরা ৩০.৮০ শতাংশ। পরীক্ষার্থীরা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’
আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এই ইউনিটে সাধারণ আসন রয়েছে ৪৪১টি। প্রতি আসনের বিপরীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩২ জন শিক্ষার্থী।
সারাবাংলা /সিসি/এমও