Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ যুবদলের পৌনে ২শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ১৫:৫৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৬:০৭

সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় যুবদলের পৌনে দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবু দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, বুধবার দপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইবি রোডে বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন উপপরিদর্শকসহ দুই পুলিশ ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হন।

সারাবাংলা/টিআর

পুলিশের মামলা যুবদল নেতাকর্মীদের নামে মামলা সিরাজগঞ্জ যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর