Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়াসহ তিন জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ১৫:০৪

ঢাকা: এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ড যাওয়া অপর আসামি হলেন, চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।

আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ রিমান্ডের এসব বিষয় জানান।

এর আগে হাতিরঝিল থানায় দায়ের করা এই মামলায় তিন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার এসআই (নিরস্ত্র) সুব্রত দেবনাথ। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ২৮ অক্টোবর ধার্য করেন। এদিন রিমান্ড শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

এদিকে আসামিদের পক্ষে অ্যাডভোকেট মামুনুর রশীদ রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই এবং এক বন্ধু বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিস, বাইক বাবদ এক কোটি ২০ লাখ টাকার পণ্য অর্ডার করেন। তিনি প্রতিষ্ঠান পণ্য সরবরাহ না করে তাদের অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এআই/এসএসএ

ই-অরেঞ্জ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর