Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ১২:২৫

গাড়িতে রাখা নিহতের লাশ

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় ঢাকাগামী পরিবহন লাল সবুজ বাস কাউন্টার মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়িদ ভুঁইয়া রিপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির কাছের বাদি গাছতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।

বিজ্ঞাপন

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, আজ সকালে আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা এসময় বাবার সঙ্গে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুট করে নিয়ে গিয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, রিপন বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা মাথায় ও বাম পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে চলে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সন্দেহজনক হত্যাকারীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর