Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়: ব্রিটিশ হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ০০:০৪

ঢাকা: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।’

ডিকসন বলেন, ‘দেশের সংবিধানে বর্ণিত মূল্যবোধের আলোকে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রচুর দক্ষতা ও মেধা রয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন বক্তৃতা করেন।

সারাবাংলা/একে

ডিকাব ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর