Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমারির তালা ভেঙে জবি শিক্ষকের নথিপত্র চুরি

জবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ২২:২০

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষকের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত নথিপত্র চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া কাগজপত্রের মধ্যে বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, ব্যাংক অ্যাকাউন্ট চেক বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিল ফরম এবং বিগত সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নঈম আকতার সিদ্দিকীর কক্ষের আলমারির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর থেকে সহকারী অধ্যাপক নাঈম আকতারের কক্ষ সংস্কারের কথা থাকায় গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সেমিস্টার পরীক্ষায় দায়িত্ব পালন শেষে তিনি বিভাগের পিয়ন আব্দুল মন্নান এর কাছে চাবি রেখে যান।

সকালে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে কক্ষের তালা খুলে তিনি তার আলমারির তালা ভাঙা এবং এর ভেতরের কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন এই শিক্ষক।

সহকারী অধ্যাপক নঈম আকতার বলেন, ‘আমি বিভাগীয় সেমিস্টার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আলমারির মধ্যে আমার ব্যক্তিগত নথিপত্র, বিভাগের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, প্রশ্নসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখি।’

তিনি বলেন, ‘এর আগেও বিভাগীয় কক্ষ থেকে আমার ব্যক্তিগত শিক্ষক নথি হারিয়ে যায়। রেজিস্ট্রার দফতরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করি। পরপর এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন।’

পিয়ন আব্দুল মন্নান বলেন, ‘স্যার আমার কাছে গতকাল চাবি রেখে যান। আমি ক্যাম্পাস থেকে যাওয়ার পথে আমার ড্রয়ারে চাবি রেখে যাই। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। জরুরি ভিত্তিতে বিভাগীয় একাডেমিক মিটিং ডেকেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘এ বিষয়ে আমি এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। আমাদেরকে জানালে বিষয়টি তদন্ত করে দেখব।’

সারাবাংলা/একে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষক নথি চুরি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর