চট্টগ্রামে স্ত্রীকে খুন করে যুবকের আত্মহত্যার চেষ্টা
২৭ অক্টোবর ২০২১ ২২:১২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২২:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যূথী সূত্রধরের (২০) বাবার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায়। তার স্বামী অভি ধরের (২৮) বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে। তিনি চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে একটি স্বর্ণের দোকানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন কান্তি বণিক সারাবাংলাকে বলেন, ‘আড়াই বছর আগে অভি ও যূথীর বিয়ে হয়। কিন্তু বনিবনা না হওয়ায় সম্প্রতি যূথী বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। আজ (বুধবার) সন্ধ্যায় অভি শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে অভি স্ত্রীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অভি নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।’
তিনি আরও বলেন, ‘যূথীর বাবা আমাদের জানিয়েছেন যে, বনিবনা না হওয়ায় আলাদাভাবে বসবাস শুরুর একপর্যায়ে যূথী তাকে তালাক দেন। তবে হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে তালাকের কোনো সুযোগ নেই। আইন মোতাবেক আনুষ্ঠানিক বিচ্ছেদও তাদের মধ্যে হয়নি বলে আমরা জানতে পেরেছি। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’
আহত অভি ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সুমন কান্তি বণিক।
সারাবাংলা/আরডি/আইই