পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক, মাজহারুল সম্পাদক
৬ এপ্রিল ২০১৮ ২০:৩২ | আপডেট: ৬ এপ্রিল ২০১৮ ২০:৫৫
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বাংলাদেশ পুলিশের অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এতে সভাপতি করা হয়েছে মতিঝিল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুককে এবং সম্পাদক করা হয়েছে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামকে। এছাড়া ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়। এতে সারা দেশ থেকে আসা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এমআইএস