গুলশানে দগ্ধ শিশুসহ ৪ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
২৭ অক্টোবর ২০২১ ১৭:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২৩:০০
ঢাকা: রাজধানীর গুলশানে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় শিশুসহ দগ্ধ চার জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এক জনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে এই চার জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্বজনরা। দগ্ধদের মধ্যে ডি এম রফিকুল ইসলাম রাজিবের (৩৫) উরু হালকা গদ্ধ হয়েছে। তার স্ত্রী মালিহা আনহা উর্মির (৩২) শরীরের ৭০ শতাংশই পুড়েছে আগুনে। তাদের দুই বছর বয়সী সন্তান মাসরুর মোহা. রাফিনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে বাসার গৃহকর্মী মনির (৩৫) শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ রাজিবের মামা ইমদাদুল হক সারাবাংলাকে জানান, রাজিবের বাসা গুলশান ২-এর ১৩০ নম্বর রোডের ওই বাড়িতে। দ্বিতীয় তলায় তারা থাকেন। রজিব গুলশান ন্যাশনাল ব্যাংক করপোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার। ঘটনার সময় বাসাতেই অন্য রুমে ছিলেন। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওই বাসায় আগুন লাগে।
ইমদাদুল হক আরও জানান, দগ্ধ অবস্থায় চার জনকে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন সারাবাংলাকে বলেন, গুলশানের ঘটনায় শিশুসহ চার জনকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। রাজিবের অবস্থা মোটামুটি ভালো। বাকি তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে, রাজধানীর গুলশান-২ এর ওই ভবনে সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সারাবাংলা/এসএসআর/টিআর