সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নারী আবৃত্তিশিল্পীরা
২৭ অক্টোবর ২০২১ ১৯:৫৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২০:৪০
চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামে কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নারী আবৃত্তিশিল্পীরা। সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঠেকাতে রাষ্ট্র ও সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগি চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার উপ-কমিটির এই প্রতিবাদী কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী নূরজাহান খান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান যেকোনো উপায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সম্প্রতি পূজা মণ্ডপে-মন্দিরে যেভাবে হামলা করা হয়েছে, হত্যা-লুটপাট ও নারীর প্রতি নির্যাতন করা হয়েছে, তা নজিরবিহীন। অবিলম্বে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। রাষ্ট্র ও সরকার যদি এ বিষয়ে কঠোর হতে না পারে, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।’
আবৃত্তিশিল্পী কংকন দাশের সভাপতিত্বে ও তাসকিয়াতুন নূর তানিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে একক আবৃত্তি পরিবেশন করেন নিশাত হাসিনা শিরীন, দিলরুবা খানম, কিশোয়ার জাহান তুলি, পুষ্পা সর্ববিদ্যা, পলি ঘোষ, শ্রাবন্তী বড়ুয়া, লিপি সেন, নূসরাত জাহান পুস্পা, অজন্তা বর্মণ, দীপান্বিতা চৌধুরী, ফাল্গুনী ঘোষ, কানিজ ফাতেমা, জয়া চৌধুরী, ফাইরুজ নাওয়াল দুর্দানা, সানজিদা রহমান, অনুকা গুহ, পূজয়িতা দত্ত ও অর্পিতা পাল। দলীয় পরিবেশনায় ছিলেন সূচয়ন ললিতকলা কেন্দ্রের শিল্পীরা।
কর্মসূচিতে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গন, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, সূচয়ন ললিতকলা কেন্দ্র, স্বরনন্দন, স্বদেশ আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, স্পৃহা আবৃত্তি নীড়, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, ঐকতান পরিবার, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ, সন্দীপনা আবৃত্তি দলের সদস্যরা সংহতি জানান।
সারাবাংলা/আরডি/টিআর