Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ৫ বছরের শিশুরাও ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৩:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৩:২৫

গত সেপ্টেম্বরে পরীক্ষামূলক ৫ বছর বয়সী শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়, ছবি: সিএনবি

পাঁচ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার ও বায়োটেক’র তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক গঠিত একটি কমিটি। খবর বিবিসি।

গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) এই ভোট দেওয়া হয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিশেষজ্ঞরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এতে করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ভ্যাকসিনটির অনুমোদন পাওয়ার পথ তৈরি হলো।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তটি এখন এফডিএ এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী ২ নভেম্বর এই অনুমোদন দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। আর এরপর দিন থেকেই এই বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন কোম্পানিটি জানিয়েছিল, তাদের পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে আরও দুই কোটি ৮০ লাখ মার্কিন শিশু ভ্যাকসিনের আওতায় আসবে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস ভ্যাকসিন মার্কিন শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর