Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ১৩:২৯

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূলতা মোকাবিলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই এগিয়ে যাবে এবং বিশ্ব দরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে চলবে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর অনুষ্ঠান এবং সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন প্রান্ত থেকে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার এন্ড স্কুল ও ঢাকা সেনানিবাস প্রান্তে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য আর্মস ও সার্ভিসের সঙ্গে কোর অব ইঞ্জিনিয়ার্সের আধুনিকায়নেও আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৭ আরই ব্যাটালিয়ন এবং ২৩ আরই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করেছি। এছাড়াও আরও একটি এডহক সিএসসি সেল, দুটি নতুন এডহক ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ন এবং ইসিএসএমই’র সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সম্প্রতি ছয়টি এলসিটি ও দুটি টিসিভি কিনেছি এবং পাঁচটি বিকে বার্জের নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা কোর অব সিগন্যালস’র আধুনিকায়নেও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উন্নতমানের রেডিও সেট এবং উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি সিগন্যাল কোরে সংযুক্ত করেছি, যা রণ যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, যোগাযোগ ক্ষেত্রে আধুনিক রণকৌশলগত সক্ষমতা বাড়ানর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি সংযোজন করেছি। পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য ফাইবার অপটিক ব্যবহারের পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবস্থা স্থাপন করছি।

এছাড়া জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণসহ এনসিও একাডেমির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করার প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা । তিনি বলেন, আমরা এনসিও একাডেমির উন্নয়নে নানামুখী পদক্ষপ গ্রহণ করছি। এই একাডমি চৌকস এনসিওদের বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যম জুনিয়র লিডারে রপান্তরিত করছে। আমি আশাবাদী এই একাডেমি তার গুণগত উৎকর্ষতা বজায় রেখে ভবিষ্যতেও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামাগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলছে বলেও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন কোভিড শিল্ড’ এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরাধ এক অগ্রণী ভূমিকা পালন করছ। বিশ্ব শাান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান ও মর্যাদা, যা বহিঃর্বিশ্বে বাংলাদশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।

আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কান প্রয়াজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত থাকবে বলে আশাবাদ করেন শেখ হাসিনা ।

তিনি একটি সুশৃঙ্খল ও মনোজ্ঞ কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান। এ কুচকাওয়াজ এবং সুন্দর ব্যবস্থাপনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদর সকলকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে সবাইকে স্বাস্থ্য নীতি মেনে চলার আহ্বান জানান এবং সকলের পরিবার নিরাপদ ও সুস্থ থাকুক এবং করোনামুক্ত থাকুক সেই প্রত্যাশাও করেন।

সারাবাংলা/এনআর/এসএসএ

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর