Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার দেশবাসীকে ভয় পেতে শুরু করেছে: মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ১১:৫৩

ঢাকা: বর্তমান সরকার দেশবাসীকে ভয় পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

বুধবার (২৭ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার কবরে যান মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি এক সময় যুবদলের সভাপতি ছিলাম, প্রায় ১৬ বছরের মতো। বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুবদল। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আসা। আমরা এখানে জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

‘আজকে আমাকে এখানে হেঁটে আসতে হয়েছে, যা অতীতে কখনো হয়নি। আমাদের সাথে হাতেগোনা কয়েকজন নেতাকর্মী এখানে আসতে পেরেছে। কিন্তু যুবদল এমন সংগঠন না, বিশাল সংগঠন। এই যুবদল নব্বইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সরকারের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সরকারের বিরুদ্ধে যথাযথ কর্মসূচি নিয়েছে এবং সফল হয়েছে। সেই কারণেই এই সরকার দেশবাসী এবং যুবদলকে ভয় পেতে শুরু করেছে’- বলেন সংগঠনটির সাবেক সভাপতি মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘এখানে সাংবাদিক এবং যুবদলের নেতাকর্মীরা রয়েছেন- এদেরসহ আমরা যতো লোক হবো, আইন-শৃঙ্খলা বাহিনীর লোকসংখ্যা তার চেয়ে দ্বিগুণ হবে। এতে কী হয়েছে? আমাদের টাকার অপচয় হয়েছে, এদেরকে (আইন-শৃঙ্খলা বাহিনী) অযথা পরিশ্রম করানো হচ্ছে, কষ্ট করানো হচ্ছে এবং বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি, আমাদের যুবদল বিএনপির একটা অন্যতম অঙ্গ সংগঠন। এরা যথেষ্ট শক্তিশালী, আরও শক্তিশালী হবে এবং সরকার পতনের আন্দোলনকে জোরদার করবে।’

বিজ্ঞাপন

সরকার কেন বিএনপিকে ভয় দেখাচ্ছে?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘সরকার মনে করে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট। এই কারণে তারা বিএনপিকে ভয় দেখাচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মন্দিরে হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্ট করা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওদের (সরকার) যা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে। সেটা (সরকারের উদ্দেশ্য) হলো- বিএনপিকে জাতির সামনে একটা সাম্প্রদায়িক দল হিসেবে তুলে ধরা এবং বাংলাদেশে সামনে নির্বাচনে আসছে, সেই নির্বাচনকে প্রভাবিত করা।

মির্জা আব্বাস বলেন, ‘এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। বাংলাদেশে যেটা হয়, সেটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয় এবং এই দাঙ্গার সঙ্গে বিএনপিকে জড়ানো চেষ্টা করা হয়। যেটা আমরা আগেই আশঙ্কা করেছিলাম, তারা বিএনপির নেতাকর্মীদের জড়াবে এবং সেটাই করেছে।’

সারাবাংলা/এজেড/এএম

মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর