Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ০৯:০৭

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের মালিক ডা. মো. আব্দুল আজিজ সরকারের ছোটভাই মো. আব্দুল রাজ্জাককে মারধর ও হাসপাতালে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজনরা। এ ঘটনার পর থেকে হাসপাতালের সকল স্টাফ ও কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যাচ্ছে না।

মৃত নারীর নাম নিলুফা ইয়াসমিন (২৫)। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নিলুফা ইয়াসমিন জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শামসুল হোসেনের মেয়ে এবং পেশায় একজন নার্স ছিলেন এবং তার স্বামী নাম মো. রুবেল হোসাইন, তিনি নিজেও একজন ডিপ্লোমা চিকিৎসক।

এ বিষয়ে রুবেল হোসাইন বলেন, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে এসে এখানে ভর্তি করি। তখন তাকে সকল প্রকার টেস্ট করলে সে সম্পুর্ণ সুস্থ আছে- এমন রিপোর্ট আসে। এছাড়াও আমার স্ত্রী পেশায় একজন নার্স হওয়ায় তিনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন। তাকে আগে থেকেই নিয়মিত পরীক্ষা করা হতো।

তিনি আরও বলেন, সিজার (অপারেশন) করবেন জানিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর রাত সাড়ে ৭টার দিকে রোগী মারা গেছেন বলে হাসপাতালের পক্ষ থেকে আমাদের জানানো হয়। হাসপাতালের মালিক ডা. আব্দুল আজিজ অপারেশন করতে চেয়েছিলেন।

মৃতের স্বামী আরও বলেন, ডাক্তার আজিজ সবকিছু ঠিকঠাক আছে জানিয়েই তাকে অপারেশনের জন্য নিয়ে যান। কিন্তু এখন তাকে সহ হাসপাতালের কোনো স্টাফকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

অন্যদিকে মৃতের বড়ভাই আল আমিন বলেন, হাসপাতালে অজ্ঞান করার ডাক্তার আসার আগেই নার্সরা ইনজেকশন দিয়ে আমার বোনকে মেরে ফেলেছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা আমার বোনকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিন্তু তখনো অজ্ঞানের ডাক্তার (অ্যানেস্থেসিয়ান) আসে নাই। তারও ১ ঘণ্টা পরে অজ্ঞানের ডাক্তার আসেন। এর ৩০মিনিট অর্থাৎ রাত সাড়ে ৭টার দিকে বলা হয় আমার বোন মারা যায়।

তবে এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের মালিক ও অভিযুক্ত ডা. আব্দুল আজিজকে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, বিষয়টি আমি মাত্র অবগত হলাম। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, আমি একটু আগেই বিষয়টি জানলাম। বিষয়টির তদন্ত করে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী কোনো সত্যতা মিললে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

গর্ভবতী নারীর মৃত্যু ভুল চিকিৎসা মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর