‘বি’ ইউনিট দিয়ে চবিতে ভর্তি পরীক্ষা শুরু বুধবার
২৬ অক্টোবর ২০২১ ১৮:৩২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২১:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২৭ অক্টোবর)। প্রথম দিন নেওয়া হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই ভর্তি পরীক্ষা চলবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ভর্তি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি ও অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবাবরের ভর্তি পরীক্ষায় সাত শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিএনসিসি, রোভার স্কাউট ও নিরাপত্তা দফতরের সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। প্রতি বছরের মতো র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন ভর্তি পরীক্ষার সময়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবেন। পরীক্ষা শুরুর আগে বিভিন্ন হলের হাউজ টিউটররা সকাল ৮টায় হল পরিদর্শন করবেন। পরীক্ষার্থীদের সঙ্গে আসা নারী অভিবাবকদের বিশ্রামের সুবিধার্থে ছাত্রী হলে ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’— এই চারটি ইউনিট এবং ‘বি-১’ ও ‘ডি-১’— এই দুইটি উপ-ইউনিটের আওতায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এসব ইউনিট ও উপইউনিটে সাধারণ ও কোটাসহ ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৮৬১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন, ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন, ‘ডি’ ইউনিটে ৫৪ হাজার ২৪৪ জন ও ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ১১০ জন পরীক্ষার্থী রয়েছেন। দুই উপইউনিটের মধ্যে বি-১ উপইউনিটে ২ হাজার ২০ জন ও ‘ডি-১’ উপইউনিটে ২ হাজার ৯০২ জন প্রতিযোগী পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।
বুধবার (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের পরীক্ষা প্রথম শিফটে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। পরীক্ষাকেন্দ্রে ওএমআর ফরম বিতরণ করা হবে সকাল ১০টা ১৫ মিনিটে, প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১১টায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। দ্বিতীয় শিফটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর ২টা ১৫ মিনিটের মধ্যে। কেন্দ্রে ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে, প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সকালে প্রথম শিফটে অংশ নেবেন ১৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী, দুপুরে দ্বিতীয় শিফটের পরীক্ষায় অংশ নেবেন ১৪ হাজার ২২৩ জন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে প্রথম শিফটে অংশ নেবেন ১৪ হাজার ২২১ জন পরীক্ষার্থী। এই ইউনিটে মোট ৪২ হাজার ৬৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এই ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজর ২২১টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে থাকছে ৩৫ নম্বর, ইংরেজিতে ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান থাকছে ৩০ নম্বরের।
ভর্তি পরীক্ষা সময়সূচি
‘বি’ ইউনিট: ২৭ ও ২৮ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার)
‘সি’ ইউনিট: ২৯ অক্টোবর (শুক্রবার)
‘ডি’ ইউনিট: ৩০ ও ৩১ অক্টোবর (শনিবার ও রোববার)
‘এ’ ইউনিট: ১ ও ২ নভেম্বর (সোমবার ও মঙ্গলবার)
‘বি১’ উপইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার সকাল ৯:৪৫টা)
‘ডি১’ উপইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার দুপুর ২:১৫টা)
‘বি১’ ও ‘ডি১’ উপইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
চারুকলা: ১৫ নভেম্বর (সোমবার)
নাট্যকলা: ১৬ নভেম্বর (মঙ্গলবার)
সংগীত: ১৮ নভেম্বর (বৃহস্পতিবার)
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ: ২০ ও ২১ নভেম্বর (শনিবার ও রোববার)
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পয়েন্টে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাস নিরাপত্তা চাদরে ডাকা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, আমরা সে জন্য সতর্কতা অবলম্বন করছি। এছাড়া র্যাব, গোয়েন্দা, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন।
রেজিস্ট্রার বলেন, এবারের ভর্তি পরীক্ষাটা অনেক চ্যালেঞ্জিং। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র নিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটেনি। আশা করছি, এ বছরও কোনো ধরনের বিপর্যয় ঘটবে না। আমরা এ বিষয়ে সতর্ক আছি।
ফাইল ছবি
সারাবাংলা/সিসি/টিআর