Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি মেনে নেওয়ার আশ্বাস, ফ্লাইটে ফিরলেন পাইলটরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ২০:২২

ফাইল ছবি

ঢাকা: বেতন-ভাতা নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে ফ্লাইট পরিচালনায় অপারগতা জানান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। তবে পাইলটদের সেই দাবি মেনে নেওয়ার আশ্বাসে আবার ফ্লাইটে ফিরলেন পাইলটরা।

মঙ্গলবার ( ২৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান সারাবাংলার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

মাহবুবুর রহমান জানান, বিমানের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহের সঙ্গে আজকে (মঙ্গলবার) আমাদের আলোচনা হয়। তিনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলো মেনে নেবেন। আগামী ৩০ তারিখ বিমানের বোর্ড মিটিং রয়েছে। সেগুলো আমাদের দাবিগুলো তুলে ধরবেন এবং সমাধান করবেন।

তিনি বলেন, বিমানে সিইও জানিয়েছেন আগস্ট থেকে আমাদের বকেয়াগুলো পরিশোধ করা হবে। একইসঙ্গে বেতনের যে বৈষম্য সেটাও সমাধান করা হবে। বিমান পরিচালনা করে পাইলটরা। আর সেই পাইলটদের সঙ্গে যদি এমন বৈষম্য চলে তাহলে সেটা মেনে নেওয়া কষ্টকর।

আরও পড়ুন: বিমানে বেতন বৈষম্য নিয়ে পাইলটদের অসন্তোষ, ফ্লাইট পরিচালনায় ‘না’

এর আগে, গতকাল সোমবার (২৫ অক্টোবর) পাইলটরা বেতন বৈষম্যসহ নানা সমস্যা নিয়ে ফ্লাইট পরিচালনায় অস্বীকৃতি জানালে বিপাকে পড়ে বিমান। এ কারণে এদিনের দোহা ও দুবাইগামী দু’টি ফ্লাইট দেরি করে ফ্লাই করে। এমনকি কোনো বিমান যদি নির্ধারিত সময়ে না যায়, তাহলে বিমানটিকে অতিরিক্ত নানা চার্জ গুনতে হয়। সেক্ষেত্রে গতকাল ২টি বিমান দেরিতে ছেড়ে যাওয়ায় বিমানের লোকসানও হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিমানের পাইলটদের বেতন ইচ্ছামাফিক কেটে রেখেছিল কর্তৃপক্ষ। ওভারটাইমের বদলে মূল বেতনের ৭০ শতাংশ পর্যন্ত কেটে রাখা হয় ওই সময়। সবশেষ বিমানের সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা জুলাইয়ে সমন্বয় করা হলেও পাইলটদের বেতন আর সমন্বয় করা হয়নি। বর্তমানেও বিমানের পাইলটদের বেতনের ৪৮ শতাংশ কেটে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

সাধারণত বিমানের পাইলটদের মাসিক ৭৫ ঘণ্টা ফ্লাই করার বাধ্যবাধকতা রয়েছে। বিমানের পাইলটদের সেই ৭৫ ঘণ্টার ফ্লাইট ইতোমধ্যে পূরণও হয়েছে। ফলে বিমানের নানা বৈষম্যের কারণে পাইলটরা নতুন করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনায় অপারগতা প্রকাশ করেন।

সারাবাংলা/এসজে/এনএস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর